প্রেমিক আত্মা
মোঃ ইব্রাহিম হোসেন -রাজশাহী
রচনাঃ ২৩-০৯-২০২৪ ইং
তোমার কাছে জিজ্ঞাসা রব
ক্যান বলো প্রেম দিলা,
প্রেমের জন্য মানুষ মরে
কেমন তোমার লীলা?
যেই প্রেমেতে সৃষ্টি জগৎ
সেই প্রেমে হয় কষ্ট,
নাভিশ্বাসের যন্ত্রণাতে
হয় কতজন নষ্ট!
এই প্রেমেরই চাষাবাদে
ফুল ফোটে ফুল বাগে,
দুই জীবনের মিলনমালা
কী অপরূপ লাগে!
নবীর প্রেমে পাগল তুমি
তোমার প্রেমে নবী,
দিনের প্রেমে পাগল হয়ে
হয় উদিত রবি।
রাতের প্রেমে জ্যোৎস্না হাসে
ওই তারারাও জ্বলে,
মধুর মধুর সুর আলাপে
সবারই প্রাণ গলে।
ঝর্ণা ছুটে নদীর দিকে
নদী সাগর পানে,
যায় ছুটে ওই পুষ্পবাগে
ভ্রমর ফুলের ঘ্রাণে।
সব কিছু হয় প্রেমলীলাতে
প্রেমিক কেনো দোষী,
প্রেমের দাহে মনের নভে
ক্যান ওঠে না শশী?