প্রেমহীন জীবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ২০-০৯-২০২৪ ইং
প্রেমই জীবন প্রেমই মরণ দুঃখ সুখের বাস,
প্রেমের মানুষ হারায় যদি হয় জীবনের নাশ!
কার বলো দোষ দেবো আমি এই পোড়া মন কয় ?
নিজের দোষেই প্রেমে পড়ে জীবন হলো ক্ষয়!
প্রেমের জ্বালা এমন কভু বুঝিনি তো হায়!
বিষের জ্বালা যন্ত্রণায় মন কুরে কুরে খায়।
মনের মানুষ ফাঁকি দিলো মন পুড়ে হায় ছাই!
যে ডাল ধরি সে ডাল ভাঙে হয় না কোথাও ঠাঁই।
ভাবনা ছিলো তোমায় পেলে হবে আমার সব,
জীবন হবে সুখের ভবে দিবেন সবই রব।
স্বপ্ন আশা মিছা হলো করলে আমায় পর,
কালবৈশাখী ভাঙলো এসে আমার সাধের ঘর।
নাই বাবা, মা, বোন, সহোদর একলা এতিম রই,
নয়ন মেলে ভুবন খুঁজি প্রিয়া তুমি কই?
পাই না দেখা কোথাও তোমার চোখের কোণায় জল,
নাই পানাহার তৃপ্তি ভোজন নাই দেহতে বল।
এমনি করেই উড়াই ঘুড়ি তুলি নায়ের পাল,
জীবন নামের ভাঙা তরী হায় তাতে নাই হাল!
যেদিকে যাই অথৈ সাগর পাই না খুঁজে কূল,
প্রেমের মরা জিন্দাতে লাশ ষোলআনাই ভুল।