প্রেমহীন এ জীবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫-০১০-২০২৪ ইং

ভালোবাসা পাপ নয় - তিলেতিলে দেহ ক্ষয়
ধরে যদি ধস দু'মনে,
মৃত্যুর জ্বালাতন - প্রেমের সে আলাপন
স্মৃতি জ্বালা দেয় দহনে।

ব্যথার সাগরে ঢেউ - বুঝে না কখনো কেউ
রক্ত-স্রোতের বন্যা,
লাগে না ভালোই কিছু - দুঃখ ছাড়ে না পিছু
তুমিহীন রাজকন্যা।

ডানে-বামে ফাঁকা বিল - উপরে তাকালে নীল
সমুখে বিশাল মরুভূমি,
তৃষ্ণাতে ফাটে বুক - পেছনে মৃত্যু দূত
তার মাঝে খুঁজি কই তুমি?

অন্তরে নাই সুখ - মরি হায় ধুকধুক
দিয়েছো যে বিষে ভরা মধু,
নাহি পারি ভুলতে তো - এ জীবন গড়তে তো
তোমাকেই মনে পড়ে শুধু।

তুমি প্রেম তুমি আশা - হৃদয়ের ভালোবাসা
প্রেমহীন এ ভুবন শূন্য,
আজো আমি তাই একা - পাইনি কখনো  দেখা
কবরের মাঝে হবে পূর্ণ।