প্রেমের রাজমুকুট
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৮-২০২৪ ইং

স্বপ্ন দেখি রঙিন ভুবন
সেই ভুবনের এক রাজা,
রাজকুমারী কন্যা যে তার
দেয় আমারে প্রেম-সাজা।

পুষ্পবাগে পরীর মেলা
মনের বাগে ফোটা ফুল,
সুবাস ছড়ায় চতুর্দিকে
দিক হারিয়ে পাই না কূল।

ভাবনা মনের সঙ্গোপনে
সেই তো আমার রাজরানি,
হীরা-মানিক, স্বর্ণ-দানায়
যতন করি ফুলদানি।

আমি যে তার প্রেমের নাগর
পাগলপারা অবুঝ মন,
সাজিয়ে দেবো রানির হালে
করবো তারেই আপন জন।

তাই সদাক্ষণ কলম খাতায়
পরাণ ভরা রূপ আঁকি,
মন গহীনে বসত করা
আমারই সে প্রাণপাখি।

চন্দ্রিমাতে রাত্রি জেগে
তাই লিখি এক চিরকুট,
স্বর্ণ-হীরা, মণি-মুক্তার
প্রেম-দানের এই রাজমুকুট।

পরিয়ে দেবো শির 'পরে তাজ
বাড়াও তোমার হাত দু'খান,
প্রেমের জ্বরে মরছি কেঁপে
সঙ্গী তুমি বাঁচাও প্রাণ।