প্রেম থেকে লাশ!
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১২-১০-২০২৪ ইং
প্রেম থেকে লাশ! - এই ইতিহাস,
ভোলার তো নয় - ভোলার তো নয়।
কাঁদেরে সবাই - করে হায় হায়,
আঁখিপাত ক্ষয় - বিভীষিকাময়!
জীবনের নাম - বিরহের ধাম,
দু'চোখের জল - বহে অবিরল।
প্রশান্তি নাই - বিষ ঢালে তাই,
যাতনার দল - বানে আনে ঢল।
প্রেমের জীবন - হয় না মরণ,
তিলেতিলে ক্ষয় - আঁখিজল বয়।
আঘাতের তির - করে বুকে ভীড়,
বুক ফেটে যায় - একা নিরালায়।
কত অবিচার! - মনে হাহাকার,
দেখে না তা কেউ - বেদনার ঢেউ।
এ কী হাহুতাশ! - দীর্ঘশ্বাস,
প্রেমে অভিনয় - হয় পরাজয়।
ভালোবাসা পাপ - বড় অভিশাপ,
যায় তাতে প্রাণ - হয় বলিদান!
করিও না প্রেম - খাঁটি না তা হেম,
জ্যান্ততে লাশ! - গোরে হয় বাস।