প্রেম রোগ
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
২৯-১০-২০২৪ ইং।

আঁচল ধরে ডাক দিয়ে কই
আয় বধূ মোর পাশ,
একটু পাশে বস না ঘেঁষে
মিষ্টি করে হাস।

নই যে অয়স বাড়লো বয়স
চুল ধরেছে পাক,
গিন্নি বলে মিনসে বুইড়া
একলা এখন থাক।

জামাই বেটি রইছে ঘরে
চুলার উপর ভাত,
কেমন করে থাকি এখন
সঙ্গতে তোর সাথ?

চারিদিকে নাতি-নাতনি
নাই কি চোখে লাজ?
ক্যামনে শুনি তোর কথা বল
হাতের মাথায় কাজ।

ক'দিন পরেই কবর মাঝে
হবে যে তোর ঘর,
এই বয়সে উঠলো কেনো
প্রেম রোগের ওই ঝড় ?