প্রেম জেগেছে মনে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৪-১২-২০২৪ ইং

চাঁদ উঠেছে ফুল ফুটেছে
প্রেম জেগেছে মনে,
বলবো কথা চুপিসারে
কন্যা তোমার সনে।

চাঁদের মতই বদন তোমার
মিষ্টি ঠোঁটের হাসি,
যতই দেখি ততই যেনো
প্রেমের জালে ফাঁসি।

লম্বা খোঁপার বেনি গাঁথা
রেশমি কালো চুলে,
কাজল মাখা নয়ন যুগল
মন হারালো ভুলে।

এখন আমার আমি তো নাই
তোমার মনের মাঝে,
দিবানিশি অনুভবে
বসত সকাল সাঁঝে।

কন্যা তুমি ছাড়া আমার
নাইকো বাঁচার আশা,
সুখের সাথী দুখের সাথী
বোবা মুখের ভাষা।

মনটা দিলাম প্রাণটা দিলাম
নাই কিছু আর বাকি,
আমার মনের রাজমহলে
তোমার ছবিই আঁকি।

তুমিই আমার জীবন-মরণ
দুনিয়া দেখার আঁখি,
জেনে রেখো তুমি বিহীন
বের হবে প্রাণ-পাখি।