পদক বাহার
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী রাজশাহী

কবির নামে হাট বসেছে
শুভ সমাচার,
আয় কে নিবি ফুরালে তা
পাবি না যে আর।

কাব্য কথা গল্প লেখা
দিলেই বিজয় হয়,
কত দামি সম্মাননা
হয় না কভু ক্ষয়।

শীর্ষ লেখক পদক দানে
সম্মানে দেয় ফুল,
পত্রিকাতে রয় প্রচারে
কে আছে তার তুল?

স্বর্ণপদক রৌপ্যপদক
কত পদক জয়,
সুকেশ ভরা আলমারিতে
কী শোভাতে রয়!

অন্বেষণে পাই খুঁজে হায়
সত্য না তা ভুল,
টাকাতে পায় সম্মাননা
না দিলে নাই কূল।

সাহিত্য আর নাই সাহিত্য
বাণিজ্যিক রূপ এক,
সেই বিজয়ী শীর্ষ লেখক
চুপ করে সব দ্যাখ।