পঁচিশ বছর পর
মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী
২৮-১০-২০২৪ ইং, সোমবার।
পঁচিশ বছর পরে আবার আসলে ভোরের বেলা,
পালিয়ে বিয়ে করবে তুমি ভাসবে সুখের ভেলা।
এই আমি তো সেই আমিটা আগের মতই আছি,
স্বপ্নে আসো স্বপ্নে দেখি উল্লাসে তাই নাচি।
যায়নি ভোলা হয়নি বলা স্বপ্ন কত আঁকা!
তুমি বিহীন ব্যথার পাহাড় ভুবন আমার ফাঁকা।
আমার মনের স্মৃতির পাতায় ভাসে তোমার ছবি,
কাব্য লিখি গল্প লিখি এক প্রেমিকার কবি।
একটা কথা যথাতথা মনগহীনে বাজে,
পাইনি কেনো আপন করে এই হৃদয়ের মাঝে?
অনেক ভালো-বেসেছিলাম একটু না হয় তুমি,
তার প্রতিদান ক্যামনে দিলে জ্বালিয়ে মনের ভূমি?
ভুল বুঝিনি ভুল করিনি মনটা তোমায় দিয়ে,
যদিও কাঁদে কষ্টে ভোগে পাগল অবুঝ হিয়ে।
প্রেমের কারণ সুখের ভুবন সংসার আমার সাজা,
তোমার বদল তোমার মতন রানিরই এক রাজা।
তবুও মনে পড়ে প্রিয়া তোমার সে সব স্মৃতি,
প্রথম প্রেমের মনের মানুষ হয় না কভু ইতি।
তাই তো বুঝি স্বপ্নে এসে স্বপ্নতে দাও দেখা,
তখন বুঝি সেই আমি আর নই তুমিহীন একা।