পারাপারের কান্ডারী
ইব্রাহিম হোসেন
নূর-নবী ধ্যানের ছবি আমার প্রিয় রাসুল,
পারাপারের কান্ডারী যে তাঁর প্রেমেতে ব্যাকুল।
পরকালে কঠিন দিনে থাকবে না কেউ আপন,
থাকতে সময় সঠিক পথে করো জীবন যাপন।
যত নবী এসেছিলেন এই না ভুবন পরে,
নাফসি নাফসি বলে তাঁরা কাঁদবেন পাপের ডরে।
উম্মাতেরই তরে রাসুল ভাসবেন নয়ন জলে,
আর্তনাদে চিৎকারেতে উম্মাত উম্মাত বলে।
আবু বকর ডাক দিয়ে যে বলবেন প্রিয় নবী,
খোঁজ নিয়ে ওই দেখো তুমি জাহান্নামের ছবি।
উম্মাত যেনো না পুড়ে মোর অগ্নি নরক তলে,
বারে বারে কাঁদেন নবী চোখের নোনা জলে।
বলবেন নবী কোথায় আছো প্রিয় ওসমান গনি ?
উম্মাতেরে পিয়াও তুমি কাউসারেরই পানি।
হযরত আলী যাও না তুমি ওই মিজানের দ্বারে,
পার করিবার তরে পাপী উম্মাতেরই ধারে।
বাবার কান্নায় মা-ফাতিমার ঝরে অশ্রু ধারা ,
দাও গো প্রভু মাফ করে দাও বাবার উম্মাত যারা।
প্রিয় রাসূল উম্মাতেরই পারাপারের তরী,
এসো সবে রাসুল ছাড়া কাউ কে নাহি ডরি।
=====================
শান্তির পয়গাম
ইব্রাহিম হোসেন
দ্বীনের নবী জন্ম নিলেন
মা আমিনার কোলে,
আকাশ বাতাস চাঁদ তারা সব
মন হরষে দোলে।
ঐ পাখিরা গান গেয়ে যায়
মোহাম্মাদ নাম বলে,
প্রিয় নবীর অসিলাতে
আঁধার যাবে চলে।
নারী হত্যা খুন খারাবি
নিত্য কাজই যতো ,
আগমনে নবীর ভবে
বিদায় নিবে শতো।
আর হবে না ব্যভিচার ঐ
মক্কা আরব দেশে,
ধরাধামে দূর হবে সব
নবীর প্রেমা'বেশে।
শান্তি আবার আসবে ফিরে
সব মানুষের মনে,
অত্যাচারীর দুঃশাসন আর
থাকবে নাকো সনে।
জাহেলিয়াত দূরিভূতে
আসবে কাফের দ্বীনে,
কেউ হবে না দয়ার সাগর
নূর নবীজি বিনে।
শান্তি বার্তা পয়গাম নিয়ে
এলেন নবী ভবে,
নবীর নূরে বিশ্ব ভুবন
আলোকিত হবে।
ধরাধামে শান্তি এলো
বিশ্ব নবীর তরে,
দ্বীনের আলো জ্বললো সকল
মুমিন ঘরে ঘরে।
=========