তেল
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১৮-০১-২০২৫ ইং।
তেল নেই বেল নেই
অতি সাধারণ,
টাকাহীন জীবনের
এই বিবরণ।
তেল দিলে পায় মান
যোগ্যে আসন,
অযোগ্য তবু তার
কঠোর শাসন।
রাঙা রাঙা চোখদ্বয়
নেতা নেতা ভাব,
অপকামে নীতিহারা
খায় কচি ডাব।
বুঝ নেই বুঝিবার
ন্যায়-অন্যায়,
দুর্নীতি পরায়ণ
লাখ টাকা ব্যয়।
তেল খাওয়া নেতাগুলো
কীট সমতুল,
কীটনাশকে তাদের
করো নির্মূল।