নুরমহল যোগ ইবরাহিম (এক্রোস্টিক কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১০-২২-২০২৪ ইং
নুর দিয়ে আলো জ্বেলে আলোকিত করে,
রহমত নিয়ে এলে ভার্যা তুমি ঘরে।
মহীয়সী নারী তুমি তুষ্ট মনে-প্রাণে,
হয়েছো যে বৌ আমার বিশ্ববাসী জানে।
ললাটে এ ছিলো লেখা উপহারে তাই,
যোগ করে দিলো প্রভু এই হৃদে ঠাঁই।
গত শত দুঃখ ব্যথা মনে ছিলো যত,
ইকখনে তব মুখ হলো সব নত।
বর হয়ে পাশে রই দোয়া করে যাই,
রাসুলের আশেকের মান যেন পাই।
হিমকর গগনের জোছনা ছড়ায়,
দু'জনার দু'টি মন প্রেমেতে জড়ায়।