নতুন দিনের প্রত্যাশা
মোঃ ইব্রাহিম হোসেন -রাজশাহী
রচনাঃ ৩১-১২-২০২৪ ইং
চব্বিশ বিদায় পঁচিশ আজ
ধরবো সবাই নতুন কাজ,
মিথ্যাতে নয় সত্যে রাজ
মিলবে তবেই রবের নাজ।
নতুন বছর নতুন ক্ষণ
আয় করি সব আলিঙ্গন,
পুরোনো সব বিদ্বেষণ
মাটির তলে কর্ পেষণ।
ভালোবাসার বাড়াই হাত
হিন্দু মুসলিম একই সাথ,
নাই কোনো আর ভিন্ন জাত
আয় করি ভাই মোলাকাত।
মিলেমিশে আমরা আজ
সাজবো নতুন রঙের সাজ,
ধনী-গরিব কীসের লাজ?
সবার সবাই মাথার তাজ।
এইদিনে হোক সবার পণ
আমরা সবাই আপনজন,
হক-বাতিলের নিরূপণ
বিদ্যাপীঠের জ্ঞানার্জন।
নাই ভেদাভেদ দীন-ধনী
মহাকবির এক বাণী
আয় একতার জাল বুনি
সাম্যবাদের হাতছানি।
বৈষম্যের দোষ অনাচার
যাক নিপাতে পাপাচার,
নয় অবিচার অত্যাচার
চাই অধিকার ন্যায় বিচার।
নতুন সনের নতুন আশ
বিরাজ করুক বারোমাস,
চোখের পানি দীর্ঘশ্বাস
ধুয়ে মুছে হোক বিনাশ।
নববর্ষের শুভ দিন
নতুন আলোয় হোক রঙিন,
মহাখুশির বাজুক বীণ
স্মৃতির পাতায় অমলিন।