নতুন বই (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০২-০১-২০২৫, ইং, বৃহস্পতিবার।
ছোট ছোট কচিকাঁচা সোনামণিরা,
নতুন নতুন বই পড়বে তারা।।
মুখে হাসি পাশাপাশি
আনন্দ রাশিরাশি,
বই পেয়ে মহাখুশি দিশেহারা।
নতুন নতুন বই পড়বে তারা।।
দলেদলে মিলেমিশে পাঠলশালা যায়,
এক মা'র ছেলে যেন জোড়া ভাই ভাই।
ছেলেমেয়ে একসাথে
খাতা ও কলম হাতে,
আগে পিছে হলে বলে একটু দাঁড়া।
নতুন নতুন বই পড়বে তারা।।
ছোটাছুটি খেলাধুলা দৌড়ঝাঁপ আর,
ছড়া গানে নাচানাচি হয় একাকার।
এ যেন ঈদের খুশি
মনের মধ্যে পুষি,
তাদের খুশিতে আজ জাগেরে পাড়া।
নতুন নতুন বই পড়বে তারা।।