নব দিনের সন্ধিক্ষণে
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০১-০১-২০২৫ ইং, বুধবার।
নতুন বছর নতুন চাওয়া
আসুক দু'য়ের সুখের দিন,
তোমার আমার দু'টি মনের
বাজুক মহাখুশির বীণ।
মিলেমিশে কাটুক প্রহর
জনম জনম জনম ভর,
আমার মনে তোমার বসত
তোমাতে হোক আমার ঘর।
চাওয়া-পাওয়ার এ আশাটা
নয় পুরোনো নতুন থাক,
দুঃখ-জ্বালা মনের গ্লানি
ধুয়েমুছে নিপাত যাক।
ভালোবাসার প্রহরগুলো
চিরদিনই অমর হোক,
নির্মূলে যাক তীব্র দাহক
পুরোনো সব জীর্ণ শোক।
নব দিনের সন্ধিক্ষণে
দুই হৃদয়ের একটা আশ,
ভালোবাসার করিডোরে
কাটুক জীবন বারোমাস।
তুমি আমি আমরা দু'জন
আজকে এসো উঠাই হাত,
ওগো মহান প্রভু তুমি
কবুল করো মোনাজাত!
(উৎসর্গঃ মোঃ নুরমহল বেগম)