নিঠুর বান
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৮-২০২৪ ইং
ক'দিন আগেই তীব্র খরা ওষ্ঠাগত প্রাণ,
হঠাৎ করেই ভাসিয়ে দিলো নিঠুর নদের বান।
গুরু, ছাগল ভাসলো কত ভাঙলো আবাস ঘর!
বুকের ভেতর ভীষণ বেদন কালবৈশাখী ঝড়।
তীরহারা আর নীড়হারা সব পশুপাখির দল,
অবুঝ শিশু চক্ষু মেলে ফেলে আঁখির জল।
প্রভুরই নাম স্মরণ করে দেয় জোরে রব ডাক,
আর্তনাদে বাঁচার তাগিদ নাভিশ্বাসের হাঁক!
মরুর ভূমি বারির সাগর অথৈ জলে ভূম,
মরণ যেনো সঙ্গের সাথী নাই চোখে হায় ঘুম!
কলার গাছের ভেলায় চড়ে যায় দিবা ও রাত,
মেঘ ও বৃষ্টি মাথার 'পরে জলের ধারা'পাত।
জনজীবন করুণ দশা পানির তলে ভাই,
মা বাঁচাতে পিতা গেলো তার কোনো খোঁজ নাই!
দুর্ভাগা এক সন্তানে কয় চাপট দিয়ে বুক,
"দাও ফিরিয়ে বাবাকে মোর চাই না কোনো সুখ"।
হে রব তুমি রহম করো তুমিই দয়াবান!
সর্বনাশা বন্যা থেকে দাও সবারে ত্রাণ।
তুমি কারিম, তুমি রাহিম সৃষ্টিকারী রব,
আর্জি করি তোমার দ্বারে বাঁচাও দেশের সব।