নির্মম   (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০৭-২০২৪ ইং

ইউনুস তুমি মহাবীর আজ
বিশ্ব তোমাকে চেনে,
পেতেছিলো বুক বুলেট হেনেছো
আইনের ফাঁক জেনে।

তোমার মায়ের মতন মায়ের
বক্ষ করেছো খালি,
আঘাতের তিরে বিষের ছোরায়
দিয়েছো ব্যথার ডালি।

টানটান বুক প্রসারিত হাত
খুব সহজেই তাঁকে,
নির্মম মন হও'নি সদয়
মেরেছো গুলির ঘাতে।

তুমি তো বিজেতা উড়াও তোমার
বিজয় পতাকা নীলে,
প্রমোশন হবে অর্থ কামাবে
পরিবারে সুখ দিলে।

কভু কি ভেবেছো সাইদ নামের
সেই ছেলেটির কথা?
তোমার কারণে মর্মপীড়ায়
জগতের মনে ব্যথা।

তোমাকেও চিনে তাঁহাকেও চিনে
বিশ্বজননী ভূমি,
প্রতিদানে পেলে অভিশাপ ভালে
শ্রদ্ধায় তাঁকে চুমি।

তুমি তো মহান, মহান উদার
নিষ্ঠুর তব মন,
ইতিহাসে আজ লিখিয়েছো নাম
শ্রেষ্ঠতে এক'জন!