নিয়তি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১০-১০-২০২৪ ইং

নেই অভিযোগ তোমার প্রতি
আমারই তো ভুল,
তিলেতিলে জীবনটা শেষ
ফুটলো না তাই ফুল!

স্বপ্ন কত ছিলো মনে
বাঁধবো সুখের ঘর,
হঠাৎ দেখি আসলো ধেয়ে
কালবৈশাখী ঝড়!

নদীর মাঝে পাল তুলা নাও
ভাঙলো নাইয়ের হাল,
ডুবলো তরী প্রেম-যমুনায়
দুঃখ চির'কাল।

ওই বিধাতার লিখন ছিলো
সইলো না সুখ ভর,
তুমি বিহীন জিন্দাতে লাশ
শূন্য বুকের ধড়!

কার বলো দেই দোষটা এখন
ভাগ্য দোষে এই,
বিধির কলম শূন্য আলম
তাই তুমি মোর নেই!