নেতা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৫-০৯-২০২৪ ইং
নেতা হওয়া বড় সাধ সহজ তো নয়,
এই গুণে সততার চাই পরিচয়।
মানবের কল্যাণে জীবন বিলীন,
শহিদ হলেও তাতে রয় অমলিন।
নেতা হলে হও নেতা সেই নেতা ভাই,
ওমর আলী ওসমান তুলনাতে নাই।
মরণের পরও তুমি রবে অম্লান,
ফুলমালা দিয়ে গলে দেবে সম্মান।
ক্ষমতার বাহাদুরি চিরদিন নয়,
জন্ম মানবকুলে হবেই তো ক্ষয়।
প্রভুত্ব লালসায় রাহাজানি বধ,
নিত্য পিয়াও সুখে মাতলামি মদ।
অবিচার নিপীড়ন জনগণ 'পর,
অতিষ্ঠ জনতায় দেবে গালে চড়।
পাদুকার মালা দেবে জড়িয়ে গলায়,
মুখ লুকে দেশ ছেড়ে যাবে যে পলায়।
কলুষিত রয়ে যাবে হৃদ আঙ্গিনায়,
দোয়ার বদলে শাপ অবমাননায়।
অপকাম ছেড়ে সৎ নেতা হওয়া চাই,
এসো করি পণ তাই দোয়া যেন পাই।