নেই অভিযোগ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-১০১-২০২৪ ইং

ব্যথা ভরা চিত্ততে পাহাড় চাপে,
নিদারুণ কষ্টতে পৃথিবী কাঁপে!
হয়নিকো দয়া তবু ওই অন্তরে,
পাগল প্রেমিক আজ পথে প্রান্তরে।

আমি তো চলেই যাবো মাটির তলে,
প্রিয়া তুমি থেকো সদা সুখমহলে।
তব প্রতি নাই মোর কোনো অভিযোগ,
আসুক রঙিন ভোর রাত শেষে রোজ।

ফুটুক মুখের হাসি মিষ্টি বুলি,
এত ভালোবাসি বলো কেমনে ভুলি?
হাশর মাঠেও তুমি থাকবে মনে,
বিশ্বাস আছে দেখা হবে দু'জনে।

তুমি হবে বাদি আর বিবাদী আমি,
বিচারক মহা রব আমি আসামি।
সেদিনও দেবো না দোষ তোমার কভু,
করবো স্বীকার ভুল আমারই তবু।

সাজা দাও প্রভু জোড় করেছি দু-হাত,
জান্নাত দানে তারে দাওগো নাজাত।
নালিশ করার কিছু তার প্রতি নাই,
ওমুখে থাকুক হাসি এইটুকু চাই।