নীতির অভাব
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫-০৪-২০২৫ ইং
আদি থেকে আসছি দেখে
বই পড়ে বা দুই চোখে,
অত্যাচারী শোষণ করে
দুর্বলেরা রয় শোকে।
যার ক্ষমতা অবনী তার
শীর্ষে সবার পায় আসন,
মিথ্যা বলে সত্য ঢাকে
মঞ্চে উঠে দেয় ভাষণ।
ধর ধর ধর মার মার মার
এইতো হলো মূল নীতি,
স্বার্থের টানে হত্যাযজ্ঞ
অন্তরে তার নাই প্রীতি!
লম্বা হাতে মারছে ঘাতে
বিনা দোষে রোষ পুষে,
আঙুল ফুলে হয় কলাগাছ
দালান গড়ে সুদ-ঘুষে।
মুফাসসিরে কোরআন হাদিস
উদরপূর্তি মাছ-ভাতে,
প্রতিবেশি অনাহারে
মানার বেলা নাই তাতে।
হায়রে মানুষ কই গেলো হুঁশ
বিবেক গেলো কোনখানে?
কারোর প্রতি ভালোবাসা
নাইকো দরদ মন-খানে।
নীতির কথা বলতে গেলে
কষ্টে এখন বুক ফাটে,
সত্যিকারের নাইকো শাসন
চাইলে বিচার মর ঘাটে।
কোরআন আছে হাদিস আছে
পালনে তার নাই কেহ,
দোষীর কোনো হয় না সাজা
নির্দোষীদের লয় দেহ।
রাজক্ষমতা পাওয়ার আগে
নেতার মুখে সৎ বাণী,
নেতা হলেই নীতির অভাব
তার মতো নাই কেউ জ্ঞানী।
হকের পথে কষ্ট বেশি
মানুষ যারা ক্ষয় মুখী,
অমানুষের জগৎ জুড়ি
এ ভুবনে রয় সুখী।