নারীর দুশমন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২৪-০২-২০২৫ ইং

একাধিক বিয়ের নামে যারা খায় কচি ডাবের পানি,
ওদের মাঝেই যত বিরাজমান কলুষতার ঘানি।
তাদের তো নজর খারাপ দৃষ্টিতে করে জেনা,
দেনমোহরের নামে করে নারীদের বেচাকেনা।

তিনটা চারটা বৌ থেকেও রূপসী নারীর প্রতি নজর,
বিয়ের পরে থাকে না সুখ সংসারে মসজিদে পড়ে ফজর।
এক নারীর ভাঙে মন ফের আরেক নারীর গড়ে,
কথায় কথায় হাদিস মারে নবীর দোহাই দিয়ে লড়ে।

করে না পালন হাদিস কোরআন নীতির বাণী মুখে,
খোঁজ করে যাও তাদের ভবে ক'জন আছে সুখে?
বিয়ের বেলায় নবী রাসুল হজ যাকাতে নাই কভু,
সাধুর বেশে ভণ্ড বাবা মাতলামি ডাক প্রভু।

এমন অপদার্থ লোক সবচেয়ে বেশি ঘৃণা করি আমি,
আমার কাছে তারা কোনদিন কখনো নয় দামি।
এক নারীতে যার তৃপ্ত থাকে না লোলুপ মন,
সে তো বেটা লুচ্চা জলদস্যু নারীর দুশমন।