নারী পুরুষ সবাই সমান
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ২৬-০২-২০২৫ ইং

নারী যে বোন বৌ ও মাতা
বর্ণনে মন লজ্জা পায়,
অমোঘ বাণী মিথ্যা তা না
আজ বলি তাই নিরুপায়।

নারীরই মন কষ্ট পাবে
আমার কথা লাগবে গায়,
চাচ্ছি ক্ষমা নারীর দেখা
গণিকালয়ে পুরুষ পায়।

পুরুষ জাতি নষ্ট করার
মূল কারিগর নারীই হয়,
নারীর কারণ জগৎ সংসার
ধ্বংসেরই এক ভীষণ ভয়!

একটু বলি দাও না নজর
অঙ্গ নারীর মন-লোভা,
অর্ধতে সাজ লজ্জা তো নাই
পুরুষ জাতিই পায় শোভা।

এমন নারীর সঙ্গী যেজন
সেই পুরুষও কাল পুরুষ,
রাত্রি বেলায় সঙ্গতে তার
দিনের বেলা হয় সুরুশ।

নর বা নারী সবাই সমান
এক দোষেতে হয় না দোষ,
ব্যতিক্রমে কেউবা আছে
পুরিশ্ পোরা চিত্তে রোষ।

কেউবা আছে মা ফাতিমা
কেউবা যে লূত নবীর বৌ,
হযরত আলী কেউবা আবার
দুষ্টু ভ্রমর হরণ মৌ।

উভয় জাতি সৃষ্টি প্রভুর
কৃষ্টিতে তাই ভুবন 'পর,
কারো গড়ে সুখেরই নীড়
কারোর ভাঙে মনের ঘর।