নাম না জানা প্রিয়া
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-০৭-২০২৪ ইং
বয়স আমার উনিশ কুড়ি
প্রেম জেগেছে মনে,
প্রেমিক হয়ে কইবো কথা
এক প্রেমিকার সনে।
মন বলেছে আসবে সে যে
তাই অপেক্ষায় আছি,
জন্ম আমার তার কারণে
তার আশাতেই বাঁচি।
উথাল-পাথাল মন ভাবনায়
স্বপ্ন কত আঁকি!
কল্পনাতে দৃষ্টিগোচর
জুড়ায় দু'টি আঁখি।
নামটা তো তার হায় অজানা
'এই' ডেকে কই তুমি,
নিশির লগন রঙিন ভুবন
একলাতে রই ঘুমি।
নাম না জানা অচিন পাখি
কী নামে যে ডাকি!
আসবে নাকি আসবে না সে
দেবে আমায় ফাঁকি?