নবীর (সঃ) শানে
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনা: ০৫-০১-২০২৫ ইং

নবীর শানে দুরুদ পড়ি,
তিনি বলেই সম্মান করি।
করতো, করে বেয়াদবি তা,
এমন ভাষায় না হোক কথা।
সম্মানিত আর কেহ নাই,
তাঁর মতো ত্রি-ভুবনে ভাই।
তিনিই হলেন শীর্ষতে সব,
আল কোরআনে বলেন তা রব।
এমন ভাষার প্রয়োগ শিখি,
কবিতা ও গল্পে লিখি।
ভাষণ দিয়ে মঞ্চ কাঁপাই
সুশ্রী চয়ন মধুর ভাষায়।
সম্মানে তাঁর সম্মানি হই,
তাঁর চরণেই ঠাঁই করে রই।
তিনার মানে মোদেরই মান,
গাই হৃদয়ে নবীরই শান।