মুগ্ধ নামের সেই ছেলেটি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-২০-২০২৪
চব্বিশ সালের এক ইতিহাস
করুণ সবাই জানে,
একাত্তরের স্বাধীন এ দেশ
রক্ত স্রোতের বানে।
ন্যায় অধিকার ছিনিয়ে নিতে
রাজপথে সব নামে,
গুলির ঘাতে কেউ আহত
নিহিত কেউ প্রাণে।
আন্দোলনে শিক্ষার্থীরা
তৃষ্ণাতে বুক ফাটে,
নাই পানাহার খাদ্য তাদের
রক্ত মিছিল বাটে।
মুগ্ধ নামের সেই ছেলেটি
পানির বোতল হাতে,
আসলো ছুটে তাদের পাশে
রৌদ্র খরার তাপে।
"পানি লাগবে পানি?" ছিলো
তার মুখের এই বাণী,
বুলেট বিঁধে শহিদ হলো
ভাসে বদন খানি।