মনচোরা   (সেই তুমি নেই আজ)
মোঃ:ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০৭-২০২৪ ইং

জেগে জেগে রাত শেষে ফিরে আসে ভোর,
তুই যে আমার আর আমি শুধু তোর।
খোল খোল খোল প্রিয়া ও মনের দোর,
চুপিচুপি দে না মন আমি মনচোর।

নাই নাই মন মাঝে নাই তোর ঠাঁই,
যে আমাকে ভালোবাসে তাকে আমি চাই।
জানি না এখনো হায় কোথা গেলে পাই?
বন্ধ মনের দ্বার রেখেছি যে তাই।

কী করে বোঝাবো তোকে ভালোবাসি খুব?
প্রেমের সুধাতে তোর দিয়েছি যে ডুব।
চোখের আড়ালে ঝরে নয়নের উদ,
নোনাজলে ভরপুর আঁখি বুদবুদ।

ছেলেরা সবাই হয় এমন চতুর,
প্রেমের ফাঁদেতে ফেলে করে রে ফতুর।
প্রেম নিবেদনে চায় ওরা যে গতর,
দেয় নাকো ভালোবাসা লুটিয়া  ছতর।

ছি ছি ছি ছি এই কথা বলিস না আর,
মনে হয় মরে যাই লাজে একাকার!
এ জীবন দিতে পারি খাঁটি সমাচার,
তোকে ছাড়া ভবে কিছু নাই চাহিবার।

খুব খুশি হয়ে আজ দিলাম এ মন,
ভালোবাসা চাই শুধু, চাই নাকো ধন।
পরখ করিয়া দেখি তুই প্রিয়জন,
এ বুকের মাঝখানে তোর আবাসন।