মহান বিচারপতি  (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-০৭-২০২৪ ইং

বিচারপতি তোমার কাছে করুণ স্বরে বলি,
কোথাতে কও বিচার পাবো  সেথায় যাবো চলি?
যে বিচারক সেই তো আজি খাচ্ছে বিবেক বেচে,
সুদ ও ঘুষে উদরপূর্তি গড়ছে দালান নেচে।

সবার জন্য আইন সমান সত্য কি তাই বলো?
নয় সম'মান আইন হলো টাকায় টলো'মলো।
যার টাকা তার বিচার ভুবন বিশ্বনেতা'কর্মী,
অসহায়দের হয় না আপন, হয় না তাদের মর্মী।

রাজ-ক্ষমতায় শক্তি দেখায় বিচারবিভাগ বন্ধ,
কান থাকিয়াও বধির কানে চোখ থাকিয়াও অন্ধ।
নাই কোনো তার আপন বিবেক, নাই তো নিজের মতি,
যেমনভাবে সাজায় তারে ঠিক তেমনই গতি।

নাই প্রশাসন, নাইরে আইন, নাইরে সাধক বাবা,
হিংস্র বাঘের মতই করে খামচে মারে থাবা।
বিবেক টুটে সর্বলুটে সিংহাসনে আসন,
খল-অভিনয় মঞ্চে বসে বজ্রেরই ন্যায় ভাষণ।

সর্বশ্রোতা সর্বজ্ঞাতা দর্ষণে রব মালিক,
তুমিই মহান বিচারপতি ত্রিভুবনের খালিক।
এ দুনিয়ায় নাই তো বিচার ন্যায়-পরায়ণ নীতি,
আগ্রাসনের স্বার্থ মোহে বিসর্জনে প্রীতি।

চার-চোখে সব দেখো প্রভু সারাসারি বিছা,
মিথ্যার জালে সত্য ঢাকা সত্যটা আজ মিছা।
বিশ্ব জাহান ঘুরেফিরে এই তো খুঁজে পেলাম,
আইন হলো টাকার গোলাম জানাই তারে সেলাম।

আল্লাহ তুমি ন্যায়-পরায়ণ তুমিই মহান প্রভু,
তোমার চোখে সবাই সমান নয় বিভাজন কভু।
বিচার চেয়ে সব অপরাধ কাঁদের 'পরেই নিলাম,
হে বিচারক আমার বিচার তোমার কাছেই দিলাম!