মহিমান্বিত রজনী
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ১৪-০২-২০২৪ ইং
গোদাগাড়ী, রাজশাহী।

এসেছে এসেছে আজ শবেবরাতের রাত,
এসো হে মুমিন সবে ইবাদতে তুলি হাত!
পাপের স্মরণে শির নোয়াইয়া মোনাজাত,
গভীর নিশীথে কাঁদি একাকী একার সাথ।

প্রথম আকাশে নেমে বলে যান মহা রব,
"তোমাদের কেবা আছো" নীরবের কলরব?
"যত আছে প্রয়োজন মেটানোর দিছি অব,
যা আছে চাওয়ার চাও আমি তাহা দেবো সব।"

একটি বছর পরে মহিমান্বিত এই,
রজনী এলোরে ভাই যার তুলনা তো নেই।
নামাজ কালাম আর দুরুদের সাথে যেই,
কাটাবে প্রহর সারা নিষ্পাপ হবে সেই।

তবে কিছু লোক আছে তাদের তরে তো ভয়!
মদ সুদ ঘুষখোর যারা ব্যভিচারে রয়।
বিদ্বেষে ভরা মন পিতামাতা খোশ নয়,
মুশরিক মুনাফেক যদ্বারা শিরক হয়।

গুনাগার বেশুমার যত সব পাপাচার,
খাস দিলে চাও ক্ষমা ক্রন্দনে জারেজার,
ক্ষমাশীল মহাপ্রভু এই শুভ সমাচার,
হয় যদি দয়া তাঁর হতে পারো পারাপার।