মায়ের পাশে কবর
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ২১-০১-২০২৫ ইং, মঙ্গলবার।
কোথা মা তোর ঠিকানা?
মাটিতে আজ বিছানা!
প্রাণে আর সয়না-রে মা,
দু-চোখে নীরব কান্না।
আজও মা চাঁদ ওঠে ওই
জেগে রাত একাকী রই,
দেখা দে তোর খোকাকে
না থাকিস আর ধোঁকাতে।
তুই ছাড়া বল কে আছে,
কেমনে জীবন বাঁচে?
ঘরটা যে লাগে ফাঁকা
তোর স্মৃতি শুধুই আঁকা।
ব্যথাতে মন ভরা মোর
খুলে দে লক লাগা দোর,
দেখি মা একনজরে
থাকিস না আর ওজরে।
ঝরে নীর দুই চোখেতে
হাসি নেই এই মুখেতে,
মলিনে বদন খানা
বুকে মা খুব যাতনা।
কে শোনে আমার কথা?
না বুঝে মনের ব্যথা,
মমতা দেয় না কেহ
আঙ্গারে এই না দেহ।
স্মৃতিরা জ্বালায় পোড়ায়
আঁখিদ্বয় অশ্রু গড়ায়,
বহে মা সাগর বহে
কীভাবে এ প্রাণ সহে?
আজ আমি বড়ই একা
দে দে মা আমায় দেখা,
কবরের পাশেই আমি
কেঁদে যাই দিবা-যামী।
জানি মা আসবি না তুই
এ ব্যথা কোনখানে থুই?
তোর পাশে একটু খানি
জায়গা দে ঝরাই পানি।
শোনো সব পড়শীবাসী
দু'চোখের জলে ভাসি,
মা না শোনে আমার খবর,
মা'র পাশে দিও কবর।