মাতৃক্রোড়
মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী
রচনা: ১১-০১-২০২৫ ইং, শনিবার।
বাংলা আমার মাতৃভূমি
ফুল ও ফলের সতেজ ঘ্রাণ,
সবুজ শ্যামল চলনবিলের
দৃশ্য দেখে জুড়ায় প্রাণ।
ধন ও ধন্যে ফসল ভরা
কৃষক ভাইয়ের কণ্ঠে গান,
রাখাল বাজায় মোহন বাঁশি
আহ কী দারুণ সুরের তান!
গাছের ডালে পাখির কূজন
কুহু কুহু কোকিল গায়,
খোকা খুকি ঠোঁট মিলিয়ে
ডাক দিয়ে কয় আয়রে আয়।
নদীর কূলে নাও ভাসিয়ে
ইলিশ ধরে ধীবর ভাই,
এত সুন্দর প্রকৃতির এই
শোভা বলো কোথায় পাই?
বঙ্গভূমির মাতৃক্রোড়ে
জন্ম নিয়ে ধন্য তাই,
আমার দেশের মতো এ দেশ
বিশ্বতে আর কোথাও নাই।