মা জননীর ঘুম   (মমতাময়ী মা জননী)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩১-০৮-২০২৪ ইং

মায়ের মতন হয় না তো কেউ
মা যে আমার মা,
মায়ের কথা পড়লে মনে
কান্না থামে না।

অশ্রুভেজা নয়ন দ্বয়ে
মা'র কথা দেয় দোল,
মা জননীর আদর মাখা
নাই কারো মুখ বোল।

স্মৃতির পাতায় মায়ের ছবি
আঁখির কোণায় জল,
বুক বেদনায় ভাঙে আমার
মা কোথা পাই বল?

কতটা দিন কতটা রাত
হয় কত যে ভোর!
ডুকরে কাঁদি কতই ডাকি
খোলে না সে দোর।

কেমন ঘুমে ঘুমাইলো মা
ভাঙে না তার ঘুম!
খোকা বলে ললাটে মোর
দেয় নাকো আর চুম।