মাজার ভাঙা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৩-০৯-২০২৪ ইং
ভণ্ড বাবা, ল্যাংটা বাবার
অনুসারী নই,
মাজার নিয়ে তবু আমি
একটা কথা কই।
ওলি আল্লাহর মাজার ভাঙা
নয় সমীচীন ভাই,
শাহজালালের মাজার থেকে
দ্বীনের শিক্ষা পাই।
অত্যাচারী গৌর্ গোবিন্দ
ছিলো সে নি'র্দয়,
সিলেটে তার ধ্বংসেরই পর
ইসলামের হয় জয়।
নির্মূলে তার যুদ্ধে আসে
শাহজালালের নাম,
আমরা জানি, তোমরা জানো
অবগত ধাম।
দ্বীন ইসলামের কেতন উড়ে
কুদরতি তাঁর হাত,
মাজারই তার নিদর্শনে
ভুবন আলোকপাত।
এসব ওলির মাজার ভাঙা
নয় শুভ কাম নয়,
যায় মুছে হায় কীর্তিগুলো
আউলিয়াদের ক্ষয়!