মা বিহীন জীবন  (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৯-২০২৪ ইং

কাব্য কথার ছন্দ সুরে বিরহী মন কয়,
তুমি বিহীন জীবন মাগো ভীষণ বিষাদময়!
বুকের ভেতর কঠিন এ ঝড়
শূন্য জীবন বালুরই চর,,
খাঁখাঁ করে বুকটা আমার ভুবন সুখের নয়।

কাব্য কথার ছন্দ সুরে বিরহী মন কয়,
তুমি বিহীন জীবন মাগো ভীষণ বিষাদময়!

জানুয়ারিতে সেই যে গেলে আর এলে না হায়,
মা হারানোর ব্যথা আমায় কুরে কুরে খায়।
শান্তি না পাই দিলেরই মাঝ
অশ্রু গড়ে সকাল ও সাঁঝ,,
নাভিশ্বাসের যন্ত্রণাতে হয় অবয়ব ক্ষয়।

কাব্য কথার ছন্দ সুরে বিরহী মন কয়,
তুমি বিহীন জীবন মাগো ভীষণ বিষাদময়!

রাতের লগন নয়ন মেলে খুঁজি বারেবার,
পাই না তোমায় খোঁজ করে মা চিত্তে হাহাকার!
আসবে না আর এই তো জানি
তবুও ঝরে চোখের পানি,
তোমার বিয়োগ বলো না মা কেমনে মন সয়?

কাব্য কথার ছন্দ সুরে বিরহী মন কয়,
তুমি বিহীন জীবন মাগো ভীষণ বিষাদময়!