মা জননী 
মোঃ ইব্রাহিম হোসেন 

মা জননী সবার সেরা
তাঁর উপরে কেউ তো  নাই,
সৃষ্টিকারী বিধির পরেই
মা জননীর উচ্চে ঠাঁই।

জীবন ভরে করলে সেবা
শোধ হবে না মায়ের ঋণ,
তোমার প্রতি থাকলে খুশি
বাজবে মহা সুখের বীণ।

সারা গায়ের চামড়া ছিলে
মায়ের পায়ের পাপোশ খান,
বানিয়ে দিলেও শোধ হবে না 
একফোঁটা তাঁর দুধের দান।

মা তো মা-ই শুধু যে  মা
হয় না কোনোই  তুলনা,
মায়ের মনে দুঃখ দিয়ে
কেউ কখনো ভুলনা। 

ছেলের তরে দুঃখে যদি
মা-জননীর নীর ঝরে,
জ্বলে-পুড়ে ঝলসে যাবে
অভিশাপের ওই ঝড়ে।

বিশ্বে কোথাও আর পাবে না 
মায়ের মতো পরশ ভাই,
মা ও বাবার শুশ্রূষাতে
মোদের জীবন বিলীন চাই।