মা বিয়োগের বছর পূর্তি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০১-২০২৫ ইং, শুক্রবার।

একটি বছর পূর্ণ হলো
মাগো তোমায় বিনে,
গেলো বছর বিদায় নিলে
ঠিক জানি এই দিনে।

পাইনি খুঁজে কোথাও দেখা
বছর ঘুরে ঘুরে,
তোমার কথা দিলে গাঁথা
খায় জ্বালা বুক কুরে।

নয়ন তারায় হাজার স্মৃতি
কবর মাঝে শুয়ে,
একলা তুমি বসত করো
এই আমাকে থুয়ে।

ভাঙে আমার হৃদয় পাঁজর
চোখের পানি ক্ষয়ে,
এক পৃথিবী দুঃখ মাগো
বহন করি লয়ে।

মা জননী হয় এমনি
যায় না ভোলা কভু,
জান্নাতেরই সর্ব-চূড়ায়
রাখেন যেন প্রভু।