মা-বাবার স্মৃতিচারণ
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ২৯-১১-২০২৪ ইং
যায় কি ভোলা জীবন ঘোলা
মা-বাবাহীন ওরে!
জল চোখে বয় প্রাণে না সয়
কেমন হালে গোরে?
ক্যামনে থাকে একলা রাতে
আঁধার কবর মাঝে ?
জানলা দুয়ার নাই আলো তার
দিনের পরে সাঁঝে।
এ মন ডরে বেদন ঝড়ে
আজ অসহায় আমি,
এখন বুঝি শুধুই খুঁজি
মা-বাপ কেমন দামি?
কষ্ট বুকে ভীষণ শোকে
ডুকরে কাঁদি একা,
চোখের জলে নয়ন গলে
পাই না তাঁদের দেখা।
কতই স্মৃতি হয় না ইতি
যায় না ভোলা কভু,
দিন কিবা রাত উঠাই দু'হাত
জান্নাতে দাও প্রভু।