কালজয়ী প্রেমিক তোফাজ্জল
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০৮-১০-২০২৪ ইং
ভুলতে পারি না তোরে মাসুদ কামাল,
এ কী মায়া দিলি প্রাণে কাল-মহাকাল!
রক্তের নাই টান, না আছে বাঁধন,
তবু কেন তোকে নিয়ে এতটা সাধন?
প্রেমের নামেই নিজে হলি বলিদান,
তোর তরে কাঁদে আজ কোটি কোটি প্রাণ।
মরেও অমর ভবে স্মৃতির চারণ,
কষ্ট বুকের মাঝে বলতে বারণ।
এতটা পাষাণ কেন কাঁদালি এমন
জানি না কবর মাঝে আছিস কেমন?
এত জ্বালা বল না-রে কোথা মোরা থুই?
দোয়া করি ওই পারে ভালো থাক তুই।
কবরের মাঝে হোক প্রশান্তি তোর,
হাশরের মাঠে যেন হয় রাঙা ভোর।
বিভীষিকা জ্বালাতনে মুছে যাক পাপ,
তুলি হাত মোনাজাত প্রতি ধাপেধাপ।