কোটার আন্দোলন-২০২৪' (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০৭-২০২৪ ইং

তিরিশ লক্ষ শহিদ দামাল
একাত্তরের যুদ্ধে,
রফিক, শফিক, সালাম, বরকত
বাংলা ভাষার শুদ্ধে।

উনিশ শত একাত্তর ও
বাহান্নরই রক্তে,
বৈরীদমন বাঙালিরা
থাকেনি তার ভক্তে।

আবু সাইদ প্রাণ দিলেন আজ
কোটার কবর দিতে,
গোটা গোষ্ঠীর ন্যায়ের প্রতীক
ন্যায় অধিকার নিতে।

বুক ভাসে হায় চোখের জলে
ঢাবির রক্ত বন্যা,
অধ্যেতাদের শহিদ কত
বোন সহোদর কন্যা!

একাত্তরে রক্ত-ক্ষরণ
পাকিস্তানের চক্রে,
চব্বিশে হয় বাংলাদেশের
গনতন্ত্রের নক্রে।

ভাই ও বোনের বক্ষে বুলেট
মা বাবার বুক খালি,
নয়ন ভরে অশ্রু গড়ে
বহন ব্যথার ডালি।

নতুন করে করতে হবে
দেশটা স্বাধীন আবার,
বিদেশিদের ছক এঁকেছে
চাল ফেলেছে দাবার।

আর ঘুমে না বিদ্রোহীদল
জাগ্রত হও এবার,
এইতো সময় যুদ্ধ রণে
বিজয় ছিনে নেবার।