কবরের চাষ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৫-১২-২০২৪ ইং
আমার মায়ের কবর খানা
নাইকো এমন আর,
শুকিয়ে গেছে বাঁশের বেড়া
খণ্ডিত তাঁর হাড়।
ক'দিন পরে মিশিয়ে যাবে
মৃত্তিকাতে হায়!
কঙ্কালের ওই হাড্ডিগুলো
খুঁজে পাওয়ায় দায়।
দুই পাশে তাঁর কবর ছিলো
গোরহীনে দুই পাশ,
এখন দেখি চতুর্দিকে
হয় কবরের চাষ।
হঠাৎ করে গোরস্থানে
কবর দেখার পর,
মধ্যখানে মা রয়েছে
ভাবনায় ওঠে ঝড়।
চোখের পানি বাধ মানে না
সাগর বয়ে যায়,
মা যেনো রব পরকালে
জান্নাতে ঠাঁই পায়৷