কবর আমার ঘর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৪-১০-২০২৪ ইং

তুমিহীন এ জীবন মরুভূমি তাই,
আবাস হলো না ভবে কবরেতে ঠাঁই।
সবুরে সবুর করে বিদায় জানাই ,
চাঁদের সাথে কি কভু আমাকে মানাই?

আজ তুমি মহাসুখে মিরপুরে বাস,
বিরহবিধুর জ্বালা প্রাণ-পাখি নাশ!
ভালোবাসা কারে কয় বুঝে গেছি আজ,
আতর সুরমা গায়ে কর্পূরই সাজ।

রঙিন ভুবন তব রঙের বাহার,
পাগলের বেশে কত খুঁজেছি আহার!
দিয়েছে তা কেহ ফের দেয়নি আবার,
পাই ঘাত বেধড়ক হিংস্র থাবার।

তোমায় বলার ছিলো হাজারও কথা,
হয়নি কখনো বলা বুকে জমা ব্যথা।
মরণের পরে তুমি জানলে যে তাহা,
করার কিছুই নাই মুখে শুধু আহা!

ভুলে গেছো জানি তবু পড়বেই মনে,
লোনাজল জমা হবে দু'চোখের কোণে।
বুক চেপে কেঁদে যাবে স্মৃতি দেবে চুম,
রয়েছি কবর মাঝে আরামের ঘুম।