ক্ষমা ?

আমি তোমাকে শুধ ভালোই বেসেছিলাম নিঃস্বার্থভাবে  অন্তরের অন্তস্তল থেকে। এ ছাড়া আমার কোনো দোষ ছিলো না, ছিলো না কোনো গুরুতর অপরাধ। আমি ছিলাম নিষ্কলঙ্ক, নিরপরাধ। আমার ভালোবাসায় তিল পরিমাণ খাদ ছিলো না, ছিলো না কোনো প্রকার ছলনা।

আজ তুমি অনুতপ্ত হচ্ছো, ক্ষমা চাচ্ছো ,?
কখনোই না, প্রশ্নই উঠে না।  তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, কাল হাশরের মাঠে মহান আল্লাহ তায়ালার কাছে আমি নালিশ করবো, জিজ্ঞেস করবো,

হে আল্লাহ!  আমার অপরাধ কী ছিলো তার কাছে? শুধু ভালোবাসার অপরাধে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমার দেহের প্রতি রন্ধ্রে রন্ধ্রে ঢেলে দিয়েছে বিষাক্ত সাপের বিষক্রিয়া। আমার জীবনটা করেছে দুর্বিষহ! আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছে। ভেঙেছে হাল, ডুবেছে তরী। আমার জীবনের সব সুখ-শান্তি সব কেড়ে নিয়েছে।

যদি ভালোবাসা অপরাধই হয়, তবে তুমি কেন মানুষের অন্তরে ভালোবাসা দিয়েছো?
ভালোবাসার বদলে ঘৃণা দাওনি কেন?
তাকে ভালোবাসা কি আমার জীবন ধ্বংসের অপরাধের সমতুল্য? 

যদি তা না হয়, তাহলে আমি কেন এত কষ্ট পেলাম? জবাব দাও, জবাব দাও হে বিশ্বের প্রতিপালক!
হে মহাপরাক্রমশালী, ন্যায়পরায়ণ, ন্যায়বিচারক, জবাব দাও, জবাব দাও!

না না না, তুমি চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আমি তোমাকে কখনোই বেঁধে রাখবো না।
আমি কি তোমাকে ক্ষমা না করে থাকতে পারি?
এটা আমার মনের কথা নয়, এটা আমার কষ্ট জড়িত আবেগের কথা, মিছা অভিমানের কথা।

আমি তোমাকে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম।
তোমার প্রতি আমার কোনো দুঃখ, ক্ষোভ, আফসোস, কিচ্ছু নেই, কিচ্ছু নেই।

নেই কোনো তীব্র প্রতিশোধের অভিযোগ, নেই অভিমান, অভিলাষ। তুমি ভালো থেকো, থেকো অনন্তকাল সুখ-শান্তি, আরাম-আয়েশের করিডোরে। আমি না হয় দুঃগুলো সাথী করে কাটিয়ে দেবো আমার বাকিটা জীবন তোমার সুখের প্রার্থনায়।

কারণ, তোমার সুখই তো আমার সুখ, তোমার কষ্ট আমারই কষ্ট, তোমার দুঃখ আমারই দুঃখ।
তুমি কষ্টে থাকলে আমি তো কখনোই পবো না সুখ।
দোয়া করি তোমার পুষ্পবাগে ফুটুক পুষ্পকলি, থাকুক অনন্তকাল হাসিমাখা মুখ।

ভালো থেকো, ভালো থেকো প্রিয়তমা।
তোমার প্রতি নেই কোনো  আমার রোষ জমা।
তোমাকে ভালোবাসার অপরাধে, তোমার সেই প্রিয় নামটি আমার হাতে খোদাই করে লেখার অপরাধে আমিই অপরাধী, আমাকে করিও ক্ষমা।
ভালো থেকো প্রিয়তমা, ভালো থেকো।


কলামে: মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী ।
তারিখঃ ২৪-০২-২০২৫ ইং।