কথা দিলাম
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০১-১১-২০২৪ ইং
চলো আজ দু'জনায় দূর দূর নীলিমায়
প্রেমের আবেশে যাই হারিয়ে,
সাগরের মোহনায় নিরালায় ভাবনায়
ধরো না দু'টি হাত বাড়িয়ে।
চাঁদের ওই জোছনায় আলোকিত রোশনাই
দু'মনের হোক লেনাদেনা,
এমন সময় আর আসে না বারেবার
যায় না কখনো তা টাকায় কেনা।
এহেন মধুর ক্ষণে সুখের প্রহর গুনে
যাক কেটে যাক সারারাত,
কথা আজ দাও তুমি আলতো আলতো চুমি
হাতের উপর রেখে ওই দু'টি হাত।
যাবো না কখনো ভুলে আমরা দু'হাত তুলে
প্রার্থনা এই শুধু একটা চাওয়া,
সুখে-দুখে চিরদিন পথচলা সীমাহীন
সীমার ভেতরে থাক এটুকু পাওয়া।
চন্দ্রিমার এই রাতে তুমি আমি একসাথে
সত্যি সত্যি এই কথা দিলাম,
প্রেম প্রেম ভালোবাসা দু'টি মন এক আশা
মনের বদলে মন তোমাকে দিলাম।