জীবন নদীর তরণী  (লিমেরিক)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৭-০৭-২০২৪ ইং

জীবন নদীর এই তরণী করে টলমল,
কখন আছি কখন বা নাই ঝরে আঁখির জল।
অল্প আয়ুর জীবন খানা
মাফ করো রব চাই যে পানা,
মনের মাঝে দ্বীনের খুঁটি দাও ঈমানি বল।

কখন জানি আসবে কাছে মৃত্যু নামের যম ?
মাটির আদম আমরা প্রভু হায়াত খুবই কম।
মরণকালে যেন জোটে
ওই কালিমার বাণী ঠোঁটে,
তারপরে এই দেহ থেকে যায় যেন প্রাণ দম।

তুমি অসীম তুমি অপার তোমার দয়া চাই,
তুমি বিনে ত্রিভুবনে কাণ্ডারী কেউ নাই।
ওগো দয়াল শুধুই তুমি
সিজদাতে ওই চরণ চুমি,
ভুলগুলো সব ক্ষমা করে স্বর্গে দিও ঠাঁই।