জীবন গঠন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৭-১০১-২০২৪ ইং
ফল পাবে তাতে যদি থাকে সৎ পণ,
জীবন গঠনে ইহা খুব প্রয়োজন।
লেখাপড়া করা চাই কলম খাতায়,
রঙিন স্বপন আঁকা চোখের পাতায়।
বড় হতে হও আগে খুব ছোট তবে,
দেখিবে তোমার পাশে সকলেই রবে।
পাবে দোয়া ভালোবাসা স্নেহ-মমতার,
উঁচু-নিচু দীন-ধনী এক সমতার।
ঘৃণিত সবার হয় নিচু মন যার,
নিচু মন ছোটলোক মৃত মন তার।
দেহ থাকে প্রাণ থাকে মানুষের ন্যায়,
অবিচার অনাচারে অপচয়ে ব্যয়।
প্রকৃত মানুষ নয়, মানুষের নামে,
নাম বেচে খায় তারা এই ধরাধামে।
অপকামে নরাধমে দেয় সবে শাপ,
দিনে দিনে বেড়ে যায় অতিশয় পাপ।
জেনে রেখো সততার এক মহাগুণ,
ভাঙে না জীবন কভু ধরে না তো ঘুণ।
অসৎ পথের আয়ে ফোটে নাকো ফুল,
পায় না কখনো খুঁজে জীবনের কূল।