জেগে ওঠো জনতা  (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৯-০৭-২০২৪ ইং

জাতির জন্য পথে অধ্যেতা কত!
তিলেতিলে ক্ষয় প্রাণ গুলি বিঁধে ক্ষত।
এক চাওয়া ছিলো হোক কোটা নিপাতিত,
কাঁধে ভর এই দোষ লাশে ভূপাতিত!

একাত্তরের মত হায়নার হাতে,
নিষ্ঠুর নির্মম গুলির আঘাতে।
কচিকাঁচা কত প্রাণ ঝরে গেলো হায়!
নির্দোষ নিষ্পাপ পুষ্পের ন্যায়।

তাঁরা ছিলো ফুটন্ত বাগে ফুলকলি,
ফুটলো না সেই ফুল উঠলো না জ্বলি।
বাবা মা'র হাহাকার শোকের পবন!
শহীদ তাঁরাও কাঁদে বিশ্বভুবন।

আরো গেলো ব্যবসায়ী পথচারী ভাই,
স্বাধীন দেশের লোক নিরাপদে নাই।
মুখ আছে বুলিহীন কানেতে বধির,
চোখ থেকে অন্ধ সে বেদনে অধীর।

ক্ষমতার লোভে আজ জনতারা খুন,
এদেশের বুকে এ কী ধরিয়াছে ঘুণ!
আইন আছেরে দেশে আছে প্রশাসন,
নাই তো প্রয়োগ শুধু সঠিক শাসন।

প্রশ্নটা জাগে মনে এই স্বাধীনতা?
স্বাধীনতা নয় ইহা সেই অধীনতা।
পাকিদের সাথে ছিলো যেই রাজাকার,
জনতারা সেই দোষ গুণে একাকার।

ভাষা আন্দোলনের রক্ত'ক্ষরণ,
দু'হাজার চব্বিশে তার বিবরণ।
ভয়ানক ভীতিকর বিভিশিকা রূপ!
নিরুপায় জনগণ তবু কেন চুপ?

শোনে না বারণ চোখে শ্রাবণের ঢল,
পাগড়ি মাথায় পরে চল রণে চল।
বিড়ালের মত ঘরে বসে থেকে নয়,
সিংহের ন্যায় চল ছিনে আনি জয়।

মরণ যদিও আসে জাগ তোরা জাগ,
বিনাশ করতে হবে এদেশের নাগ।
জিহাদের এ খেলায় মরলে শহীদ,
অধিকার আদায়ের জাহিরে তাওহীদ।