হৃদয়ের প্রান্তরে
মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী
রচনাঃ ২৯-১১-২০২৪ ইং

হৃদয়ের প্রান্তরে যাদু করে মন্তরে
রেখেছি যে তোমাকেই মনের খাঁচায়,
তব প্রেম ভালোবাসা মুখের মধুর ভাষা
সুন্দর এ ভুবনে আমাকে বাঁচায়।

তুমিহীন শূন্যতা না থাকে যে পূর্ণতা
বেদনারা কাছে এসে আমাকে কাঁদায়,
বালুচরে আমি একা যায় না দু'চোখে দেখা
কাগজের পাতা খালি সাদায় সাদায়।

তুমি সুখ তুমি দুখ হাসিমাখা প্রিয় মুখ
রঙিন ভুবন মোর মনের খাতায়,
আনন্দ-উল্লাসে সুখের জোয়ারে ভাসে
অবুঝ পাগল মন তোমাতে মাতায়।

তুমি চাঁদ গ্রহ তারা দেখে হই দিশেহারা
আমার প্রেমের নভে জোছনা ছড়ায়,
পরীদের রানি এসে মিষ্টি মিষ্টি হেসে
অনুভূতে তুমি সেজে আমাকে জড়ায়।

যদি হাসো সব পাই তুমি ছাড়া কেউ নাই
এ মনের করিডোরে বিবি তুমি খাস,
আমার এই বিশ্বাসে অবয়ব নিঃশ্বাসে
রন্ধ্রে রন্ধ্রে তব সংস্রবে শ্বাস।


(উৎসর্গঃ মোসাঃ নুরমহল বেগম)