গ্রন্থমেলায় হতভম্ব
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ২১-০২-২০২৫ ইং
হাজার লোকের ভীড়ের ঢেলা
বইমেলাতে হায়,
জায়গা তো নাই রাখবো যে পা
প্রবেশ করাই দায়!
ফুলের ঘ্রাণে মধুর টানে
ভ্রমর যেমন যায়,
লোক সমাগম ঠিক তেমনই
ফুলের মধু খায়।
কেউ ছবিতে সেলফিতে কেউ
কত রঙের ঢং !
পরীর মতই ফ্যাশন বাহার
রংধনুর ওই রং।
চা কফিরই আড্ডাতে এক
চুমুকে খায় চা,
রংতুলিতে আঁকছে ছবি
সঙ্গে নিয়ে ছা।
এসব দেখে প্রকাশনী
হতভম্ব চুপ!
যাদের জন্য বইমেলা আজ
অন্যকে দেয় ধূপ।
দুঃখ লাগে বইমেলাতে
পাঠক ক্রেতা কই?
আরসি-কোলা ফুচকাতে সব
আনন্দে হই'চই।
প্রস্থানকালে নজর পড়ে
দু'এক ছাড়া ভাই,
গ্রন্থমেলার একটিও বই
কারোর হাতে নাই!