ঘুষের চাকা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-১১-২০২৪ ইং
ভবের মানুষ আজকে বেহুঁশ
সম্মাননার পার্টিতে,
নাই কোনো হুঁশ শুধু যে ঘুষ
স্বর্ণ রৌপ্যের ঘাঁটিতে।
চাকরিতে ঘুষ সম্মানে ঘুষ
বিশ্বপটের মাটিতে,
মধ্যবিত্ত লজ্জাতে শেষ
দীন-দুখী শেষ খাটিতে।
অর্থশালী দালানা-কোঠায়
রাস্তা চলে গাড়িতে,
হায়রে কপাল ট্যাপরা গোপাল
নাই রাঁধা ভাত হাঁড়িতে।
বাচ্চা বিবি দাঁড়িয়ে আছে
উঠানে এক সারিতে,
বনবনিয়ে ঘুরছে মাথা
ক্যামনে যাবে বাড়িতে?
ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশু
বৌ ছেঁড়া এক শাড়িতে,
বকবকানি শুনতে হবে
চোখ রাঙানো আড়িতে।
করবে যে কী ঘুষ বিহীনে
যাইবে কি হায় মরিতে?
অর্থাভাবে মন্দ কপাল
আসবে না কেউ ধরিতে!!