ঘটকতালি
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৯-০৬-২০২২, রবিবার
ঘটকতালি নিত্য করি
শব্দকোষের সাথে,
বিয়ে পড়াই কাব্য ছড়ায়
দিন অথবা রাতে।
দাঁড়িয়ে থাকি দৃষ্টি রাখি
আঁকি মনে ছবি,
সূর্য উঠে সূর্য ডুবে
কী অপরূপ রবি !
বলে যা মন যাই তা লিখে
হরেক রকম শব্দে,
পায় খুঁজে মন একটা যে ক্ষণ
পূর্ণ কাব্যিক লব্ধে।
কাব্য ছড়ার প্রেমে কাটে
আমার সকল প্রহর,
পূর্ণতা পায় ঠিক তখনই
শোধ হলে দেন-মোহর।
শব্দের সাথে সংযুক্ততে
মিলন যখন ঘটে,
কাব্যেরই রূপ দর্শনে সুখ
সাহিত্যতে রটে।
এইভাবে যায় সারাবেলা
ঘটকতালি করে,
শব্দের দ্বারা বাক্যেরই ছাঁদ
যায় কবিতায় ভরে।